কিছু বাস্তবতা, যা নির্মম

কিছু বাস্তবতা, যা নির্মম

• শেষ বয়সী কোন বৃদ্ধ অথবা বৃদ্ধার অশ্রুসজল দুটি চোখ এবং বৃদ্ধাশ্রমের বদ্ধ চার দেয়াল।

• হতদরিদ্র কোন একজন এবং তার ভাঙা হুইলচেয়ার।

• ছেড়া তারের বীনা এবং তার বেসুরো করুন সুর।

• ধুলোর মলাটে আবৃত ডায়েরীর লিখিত পাতা এবং বৃষ্টির জলে সিক্ত সেই কাগজের নৌকা।

• হাসপাতালের বারান্দায় মৃত্যু পথযাত্রী কোন পুত্রহীন মা এবং তার একমাত্র মেয়ের পতিতাবৃত্তি।

এইসব সম্পর্কগুলো যেন জীবন চিত্রপটে ঘটে যাওয়া নির্মম সব বাস্তবতার এক একটি খন্ডাংশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply