টেষ্ট জয়ের প্রথম স্বাদ

টেষ্ট জয়ের প্রথম স্বাদ

১০ জানুয়ারী ২০০৫ ।।
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ।।
প্রথম টেষ্টের পঞ্চম দিন ।।

বিকেল হয়ে গেছে তখন।
বহুদিন পর পটুয়াখালী শহর থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলাম লঞ্চে করে।
মনের অবস্থা তেমন ভাল ছিল না। খেলা রেখে চলে এসেছি।
লঞ্চের টিভিতে বাংলা সিনেমা চলছে। সেদিকে খেয়াল নেই।
বেঞ্চের এক কোনায় বসে তীরের মানুষজন আর জেগে ওঠা চরে ছেলেদের ফুটবল খেলা দেখছিলাম।
সেসময় ইন্টারনেট থাকলেও ফেসবুকের নাম গন্ধও ছিলনা যে চালাবো।
মোবাইলের প্রাচুর্যতাই তো ছিলনা।
ব্যবসায়ী অথবা চাকুরিজীবি দু একজনের হাতে মোবাইল ছিল তখন।
খেলার খবর নেয়ার জন্য একজন মুরুব্বীর কাছে গিয়ে বসলাম। রেডিওতে খেলা শুনছেন তিনি। এতে কী আর তৃপ্তি মিটে…!!
কিছুক্ষন পরে দুজন ছেলে মাঝখানে দাঁড়িয়ে বললো, “আমরা খেলা দেখতে চাই, আপনারা কী বলেন?”
মহিলারা কোন কথা না বললেও অর্ধেকের বেশি মানুষ তাদের কথায় সায় দিল।
টিভির সামনে পানি রাখার একটা টুল ছিল। সুযোগ বুঝে আগেই সেখানে বসে পড়লাম।
সমস্যা শুরু হলো।
লঞ্চে এন্টেনা নেই।
তখন আবার এন্টেনা ছাড়া বিটিভি চলতো না।
কে যেন একটা সিলভারের তার ম্যানেজ করলো, আর সেটা বাঁকিয়ে এন্টেনা বানালো।
ঝিরঝির শব্দ।
আরেকজন বুদ্ধি করে স্টাফদের রান্না করা পাতিলের ঢাকনি এনে লাগিয়ে দিলো।
টিভি কিছুটা স্পষ্ট হল।
খেলা ততক্ষণে অনেক দূরে এগিয়েছে।
জিম্বাবুয়ের সাত উইকেট পড়েছিল তখন বোধহয়। সঠিক মনে নেই।
একটু পরে আবার ঝিরঝির।
স্কোর দেখা যায় না।
উত্তেজনার মাঝে লঞ্চ এভাবেই এগোতে লাগলো।

লাষ্ট উইকেট।
লঞ্চে উত্তেজনা বিরাজ করছে।
হঠাৎ কার বলে যেন সামনেই ক্যাচ উঠলো আর সে নিয়ে দৌড় দিলো।
লঞ্চে তখন আনন্দের জোয়ার।
টিভি যখন কিছুটা স্পষ্ট হল, তখন ছবির এই দৃশ্যটা চোখে পড়লো।
শত প্রতিকূলতার মাঝে শেষ বিকেলের হাসিটা লঞ্চের সকলের চোখেমুখে তখন স্পষ্ট ছিলো।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply