ধবল ছায়া
মানুষের ছায়া যে কখনো কখনো অদৃশ্যও হতে পারে তা মোটেই জানা ছিল না।
জানবোই বা কিভাবে, এরকম করে যে আগে কখনোই ভাবিনি।
ধূসর ছায়াকে সবসময়ই পাশে দেখে এসেছি।
একা থেকে কথাও বলেছি তার সাথে।
তবে তাকে অনুভব করা হয়নি কখনো।
এখন এক ধবল ছায়া সবসময় পাশে থাকে।
কথা বলি তার সাথে।
এ ছায়া কখনো চোখে ভাসে না।
তবে অনুভব করি তাকে আমার ছোট বড় প্রত্যেকটি মুহূর্তে।