বোকা মানুষদের গণ্যমান্য রাজনীতিবিদগণদের প্রতি

বোকা মানুষদের গণ্যমান্য রাজনীতিবিদগণদের প্রতি

বোকা মানুষদের গণ্যমান্য রাজনীতিবিদগণ,
আপনাদের যথাযোগ্য সম্মান দিতে আমি প্রস্তুত নই।
আপনারা সকলের সম্মানের পাত্র।
জনস্রোতে হেঁটে গেলে হাজারো সালাম বর্ষিত হয় আপনার উপর।
করতালি শুনে গর্বিত হন আপনি।
এইসব করতালি-দাতারাই তো আপনার প্রধান হাতিয়ার, যাদেরকে নিজের মত করে ব্যবহার করছেন।
আপনারা তাদেরকে শুধু ব্যবহার করেই ক্ষান্ত হোন না, আপনাদের আত্মরক্ষার বলিও হয় এইসব মানুষ।
তাদের পবিত্র জীবনের উপর দিয়ে নির্দ্বিধায় হেঁটে যায় আপনাদের পশুত্ব, আপনাদের ঘৃণিত জীবন।
এরপরও সামান্যতম লজ্জাটুকু স্থান পায় না আপনাদের মনে।
যাদের কাঁধে ভর করে বসেন ক্ষমতার উচ্চ আসনে, তারাই শিকার হয় আপনাদের দুঃশাসনের। আপনাদের ইশারায় শুকনো পাতার মত ঝরে পড়ছে হাজারো জীবন। সেই সাথে ঝরে যাচ্ছে হাজার পরিবার, হাজার স্বপ্ন।
বন্ধ করুন এই সব প্রতিহিংসা, ঘৃণিত রাজনীতি।
চলুন সত্যের পথে, ন্যায়ের পথে। প্রয়োজন হবেনা আমাদের কাঁধে ভর করে উপরে উঠতে। আমরাই পৌঁছে দেবো আপনার কাঙ্ক্ষিত আসনে।
পাবেন সম্মান, পাবেন শ্রদ্ধা…

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply