সোনালী শৈশব

সোনালী শৈশব

সোনালী শৈশব
আমি দেখেছি মাকে,
প্রাণভরে ডেকেছি তাকে।
চিনিয়েছে সে একটি সোনার দেশ।
দরিদ্র কৃষকের শ্রমে
যেখানে হাসি ফুটে মাটির বুকে।
দেখেছি সোনার বাংলাদেশ।
দিনে দিনে বেড়ে উঠেছি, তার আদর মমতায়,
খেলাঘরে মোর গড়িয়েছে সময়, তার তরুছায়।
মরা নদীর শক্ত বুকে
দল বেঁধে ছুটেছি বাঁশের নাটাই হাতে।
দীর্ঘ লেজের সাত রাঙা ঘুড়িতে
সারা-বেলা উড়েছি চিল-চাতকের সাথে।
বাদল, বকর, রাহিমা, ইছুরা হারিয়েছে সেই যে কবে।
দারিদ্র্যের বোঝায় দেবেছে স্বপ্ন ওদের, সোনালী শৈশবে।
রাফখাতার পৃষ্ঠা ছিঁড়ে ছুটে গিয়েছি কখনোবা বাবার কোলে,
আদরে বোঝাই সে কাগজের তরী, ভাসিয়েছি দিঘির জলে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply