অনিশ্চিত গন্তব্য এবং অপেক্ষা

অনিশ্চিত গন্তব্য এবং অপেক্ষা

কলমের পিন-পয়েন্ট থেকে তোমায় খুঁজে পাওয়া। 
কালি ফুরবার আগেই হয়তো তুমি হারিয়ে যাবে। 
জানি হারাবো, 
ইতি লেখার সময়টুকুও পাবোনা। 
হারিয়ে যেও, 
তবুও ফিরে এসো কার্তিকের কুয়াশা হয়ে। 
অথবা, এক ফালি চাঁদ হয়ে। 
যে কিনা সহস্র তারার মাঝেও 
আকাশের টিপ হয়ে ইশারা করবে আমায়। 
অপেক্ষায় থাকবো, 
দখিনের জানালা খুলে। 
কথা হবে নির্ঘুম, 
ঘড়ির কাটায় ভর করে একে একে কেটে যাবে 
মাঝরাত থেকে গড়িয়ে প্রতিটি সুবর্ণ সকাল। 
ফিরে যাবো আমিও, 
তোমারি কাছে। 
একবার নয়, সহস্রবার। 
পূর্ণ চন্দ্রালোকিত কোন এক রাতের বর্ষণ শেষে 
তোমার আঙিনায় জমে থাকা বৃষ্টিজলে কাগজের নৌকা হয়ে। 
অথবা বকুলের নূপুর হয়ে শিশির-ভেজা তোমার কোন এক পায়ে। 
সাথী হবো তোমার, 
যখন একাকী নিরালায় বসে কাঁদবে। 
প্রথম অশ্রুটুকু হয়ে গড়িয়ে যাবো তোমার চোখের পাতা ভিজিয়ে। 
অথবা, কোন এক গ্রীষ্মের দুপুরে 
আপন সত্তা বদলে আমি শীতল বাতাস হবো 
শুধু একবার তোমায় ছুঁয়ে যেতে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply