তোমায় ভালবাসি

তোমায় ভালবাসি

এমন করে কখনো তোমায় ভালো লাগেনি।
প্রতিদিনই দেখেছি একটু একটু করে।
কাছেও এগিয়েছি ঠিক যেন পায়ে হেঁটে। অনুভব করিনি…
এখন করছি…
নিজ অজান্তে ধীরে ধীরে আপন, অতঃপর একটু ভাললাগা।
হয়তো তার থেকেও একটু বেশি।
সময়ের পরিক্রমায় এখন আমি বলতেই পারি… তোমায় ভালবাসি…

1 Comment

Leave a Reply