শিশিরজল

শিশিরজল

আমিতো তোমার কাছে আসতেই চাই।

সূর্য তো আমাকে তোমার জন্য অপেক্ষা করতে দেয়না।
ভোরের শিশির হয়ে যখনি তোমার জানালায় বসি, সূর্য তখনি আমাকে শূন্যে মিলিয়ে দেয়।
এক মুহূর্তের জন্যও দেখা হয়না তোমার ঐ প্রিয়-মুখ।
আর তুমিও এত অদ্ভুত কেন বলতো?
বাতাসের কাছে ব্যাকুলতার যে সুর গেয়ে যাই, তা শুনেও তবু কেন তুমি জানালায় এসোনা?
আমি তো তোমার অপেক্ষায় নির্ঘুম থাকি হেমন্তের সারারাত্রি।
আর ভুল হলে আমাকে আর কখনো দেখতে পাবেনা তোমার ওই দখিনা জানালায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply