তুমি নেই
তুমি নেই…
সময় চলছে আপন কক্ষপথে।
সেই সাথে তুমি, আমি, এই পৃথিবী।
বদলে গেছি আমিও…
এখন আর অপেক্ষা করিনা শুভ সকালের।
অপেক্ষা করিনা শুভ রাত্রির।
অপেক্ষা করিনা তোমার জন্য।
তোমাকে ছাড়াই কেটে যাচ্ছে আবীর রাঙা প্রভাত থেকে শুরু করে গোধূলির লগ্ন পেরিয়ে নিশ্চুপ মাঝরাত..