জীবন

জীবন

দেহের মাঝে শুধু প্রাণ নিয়ে বেঁচে থাকার নাম জীবন নয়। জীবনের রঙ অনেক। রঙগুলো নিজের আয়ত্বে রাখার নাম জীবন। বেঁচে থেকে আমার দ্বারা যদি মানুষের কোন কল্যানই না হয়, আমি যদি মানুষের ভিতরে প্রবেশই না করতে পারি, তবে এ জীবন অর্থহীন। নিজেকে শৃঙ্ক্ষলমুক্ত করুন, জড়তাকে ভুলে যান। পৃথিবীময় ঘুরে ঘুরে জীবনের নানান রঙ দিয়ে নিজেকে রাঙান। জীবনের স্বার্থকতা খুঁজে পাবেন।
এই সৃষ্টিজগত একটা উন্মুক্ত পাঠশালা। মানুষ হবার সমস্ত শিক্ষা এখান থেকে খুব সহযেই নিতে পারেন। এজন্য প্রয়োজন শুধু শেখার ইচ্ছা।
কী নেই এখানে…!!
আমি যখন যেখানে থাকি, সেখানে থেকেই শেখার চেষ্টা করি। মানুষের জীবনে নিজেকে ঠেলে দেই।
হোক সে শিশু, অথবা কোন বৃদ্ধ। ভাল হলে সেটা গ্রহন করি, খারাপ হলে তার প্রতিক্রিয়া অনুভব করি।
জীবনে শেখার শেষ নেই। সল্পদৈর্ঘের জীবনে মানুষ কখনো তার সমস্ত শিক্ষা সম্পন্ন করতে পারে না।
প্রয়োজনে শূণ্য থেকে শুরু করুন… একসময় সফল হবেন।
আজ থেকেই শুরু হোক নতুন করে বাঁচার চেষ্টা। সুন্দর একটা জীবন আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। আর সেখানে পৌঁছাতে খুব একটা সময় আপনার লাগবে না।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply