বোকামী করোনা

বোকামী করোনা

আজ তুমি কোনো একজনকে হারালে।
হয়তো তোমার কাছে সে খুবই মূল্যবান।
হাজার স্বপ্ন তাকে ঘিরে।
তাই তুমি অঝরে কাঁদছ…
ভাবছ, ভেঙ্গে গেছে জীবনের সব স্বপ্ন গুলো।
হারানোর ব্যাথা সইতে না পেরে অকালে পাড়ি জমাতে চাচ্ছ পরপারে।
বোকামি করোনা।
তোমার স্বপ্ন ভেঙ্গে গেছে বলে তুমি বাবা-মায়ের স্বপ্ন ভেঙ্গো না।
তাদের এক ফোঁটা অশ্রু, তোমার হারানোর ব্যাথা থেকে অনেক দামী।
শুধু একবার ভেবে দেখো, এই পৃথিবীতে তোমার জন্য শুধু সে একা নয়।
অনেক কিছু অপেক্ষা করছে তোমার জন্য।
হাজারও দরজা থেকে মাত্র
একটি দরজা বন্ধ হল তার মাধ্যমে।
এখনও অনেক বাকি।
সাজিয়ে নাও নিজেকে, নিজের মতো করে।
ধরে নাও, সেটা ছিল চলার পথে কারও সাথে ক্ষণিকের দেখা…

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply