Posted inখন্ডকাব্য
দেখা হবে কোন একদিন
দেখা হবে কোন একদিনদেখা হবে একদিন,হয়ত কোন শান্ত দিঘির পাড়ে,বয়সী বটের ছায়াতলে।অথবা কোন নিঝুম অরন্যে।দেখা হবে...আবীর রাঙা কোন প্রভাতে,ক্লান্ত দুপুরে,আলো আঁধারের সন্ধিক্ষণে,অথবা ক্ষীণ চন্দ্রালোকে।অপেক্ষা...অধীর অপেক্ষা...কাঙ্ক্ষিত সেই সুদিনের।